মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। তাঁর ৪১ তম রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ এদিন তাই নিয়ম মেনেই বেলা ১১টায় রেডিও, টিভি ও তাঁর অ্যাপে হাজির হন প্রধানমন্ত্রী। এদিন দেশবাসীর উদ্দেশ্যে বার্তায় প্রধানমন্ত্রী দেশে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দেন। তবে তা কেবলমাত্র মানবসেবায় ব্যবহার হওয়া উচিত বলে জানান তিনি।
আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। সেকথা মাথায় রেখে প্রধানমন্ত্রী এদিন বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার নিয়ে সওয়াল করেন। বিজ্ঞানে তাঁদের অবদানের জন্য দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। নারী শক্তির বিকাশের পক্ষেও এদিন সওয়াল করেন প্রধানমন্ত্রী। বলেন নারী শক্তির বিকাশের কোনও উর্ধ্বসীমা হয়না। আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস। তার আগে প্রধানমন্ত্রী এদিন আশা ব্যক্ত করে বলেন, ভারত এখন নারী শক্তির উন্নয়নে ব্রতী, যা একসময়ে নারী শক্তি দ্বারা উন্নয়নের পর্যায়ে উন্নীত হবে এই অবস্থা। এই মুহুর্তে সর্বক্ষেত্রে নারী শক্তির সমান অংশগ্রহণকে নিশ্চিত করা দেশের দায়িত্ব বলে মনে করিয়ে দেন তিনি।
এদিন গ্রামাঞ্চলের মানুষজনকে স্বচ্ছ শক্তির বিপ্লবে অংশীদার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গ্রামে গ্রামে বর্জ্যকে সম্পদের রূপ দেওয়ার ডাক দেন তিনি। পরামর্শ দেন সবাই যেন গোবরকে ‘গোবর-ধন’-এ রূপান্তরিত করেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তাঁর রেডিও বার্তায় এলিফান্টা দ্বীপের ৩টি গ্রামকে অভিনন্দন জানান। এতদিন অন্ধকারে কাটানোর পর প্রথম সেখানে বিদ্যুৎ পৌঁছেছে। ৩টি গ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত।
আগামী ২ মার্চ দেশ জুড়ে পালিত হবে রঙয়ের উৎসব হোলি। সেই উৎসব উপলক্ষেও দেশবাসীকে আগাম হোলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।