মেঘালয় সফরে ছুটির মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় ড্রামে তালও ঠুকলেন। প্রধানমন্ত্রী ড্রামের তালে পা মেলালেন স্থানীয় তরুণ তরুণীরা। প্রধানমন্ত্রীর মেঘালয় সফরে শনিবার সকালে পূর্ব খাসি হিলস জেলার মওফলং গ্রামে প্রধানমন্ত্রীর সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই অনুষ্ঠানে যোগ দিতে আসেন স্থানীয় লোকনৃত্য শিল্পীরা। সঙ্গে আনেন তাদের নিজস্ব ড্রাম। তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী আচমকাই ড্রামের দুটি কাঠি, বলা ভাল লাঠি হাতে তুলে নেন। তারপর বাজাতে শুরু করেন ড্রাম। প্রধানমন্ত্রীর ড্রামের তালে পা মেলান লোকনৃত্য শিল্পীরা। খোলা আকাশের নিচে সবুজ বনভূমির মাঝে দেশের আইকনিক প্রধানমন্ত্রীকে এমন অন্যরূপে পেয়ে অভিভূত সকলেই। শুক্রবারই মেঘালয় সফরে এসেছেন প্রধানমন্ত্রী। প্যাসেঞ্জার ট্রেন থেকে ফুটবলের মাঠ, প্রধানমন্ত্রী উদ্বোধনের তালিকায় ছিল অনেক কিছুই। এর আগেই উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে উন্নয়নের বার্তা পৌঁছানোর কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Leave a Reply