ভারতের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিন উচ্চগতির লোকোমোটিভের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে মাধেপুরায় এই লোকোমোটিভের আনুষ্ঠানিক পথচলা শুরু হল মঙ্গলবার। ১২ হাজার অশ্বশক্তি বা হর্স-পাওয়ারের এই ইঞ্জিন লাইনে গড়ানো শুরুর আগে ভারতের সর্বোচ্চ হর্স পাওয়ার ইঞ্জিন ছিল ৬ হাজার এইচপি-র। তার দ্বিগুণ শক্তিশালী এই বৈদ্যুতিন ইঞ্জিন ভারত ও ফ্রান্সের যৌথ প্রযুক্তিতে তৈরি হয়েছে বিহারের মাধেপুরা লোকো ফ্যাকট্রিতে। ওখানেই এদিন ফ্ল্যাগ উড়িয়ে ইঞ্জিনটির আনুষ্ঠানিক পথচলায় সবুজ সংকেত দেন প্রধানমন্ত্রী।
১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম এই লোকোমোটিভ অতিভারী মালগাড়িকেও অনায়াসে দ্রুতগতিতে টেনে নিয়ে যেতে পারে। এমন এক অত্যাধুনিক দ্রুতগতির সম্পূর্ণ বৈদ্যুতিন ইঞ্জিনের পথচলাকে কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের একটা অংশ হিসাবেই ধরা হচ্ছে।
এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে নিয়ে বিহারের কাটিহার থেকে দিল্লি পর্যন্ত হামসফর এক্সপ্রেসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রেনটি আপাতত সপ্তাহে ২ দিন দিল্লি ও কাটিহারের মধ্যে যাতায়াত করবে।