মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর লাইভ রেডিও অনুষ্ঠান মন কি বাত। এদিন মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের স্বচ্ছ ভারত অভিযানের আওতায় সামার ইন্টার্ন করার আহ্বান জানান। সেইসঙ্গে দেশের মানুষকে নিজেদের ফিটনেসে নজর দেওয়ার আহ্বানও জানান তিনি। তাঁর মতে, সুস্থ ও ফিট শরীর থাকলে যে কোনও কাজ সহজেই করতে পারবেন দেশবাসী। এ নিয়ে বলতে গিয়ে অভিনেতা অক্ষয় কুমারের শরীরচর্চার কথা তুলে ধরেন তিনি। প্রসঙ্গত তাঁর প্রায় প্রত্যেক মন কি বাতেই প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাস্থ্য ঠিক রাখতে যোগব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। সেইসঙ্গে প্রতিবারই জায়গা পায় তাঁর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান।
রবিবার দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। ফলে মন কি বাতে প্রধানমন্ত্রী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তুলে ধরেন বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য। এছাড়া কমনওয়েলথ গেমসে সফল ভারতীয়দের অভিনন্দন জানান তিনি। বিশেষত কমনওয়েলথ গেমসে দেশের মহিলা প্রতিযোগীদের দুর্দান্ত সাফল্যের কথা বিশেষভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।