মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ রেডিও অনুষ্ঠান মন কি বাত। সেই অনুষ্ঠানে রবিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের প্রতিও। এছাড়া এভারেস্টের চুড়ো ছোঁয়ার বিরল কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী রবিবার অভিনন্দন জানিয়েছেন মহারাষ্ট্রের ৫ আদিবাসী তরুণকে। ‘আইএনএসভি তারিণী’-র ৬ অদম্য সাহসী ভারতীয় তরুণীর জলপথে বিশ্ব ভ্রমণেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রীর মন কি বাত মানেই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কিছু কথা সেখানে জায়গা পাবেই। রবিবারও তার অন্যথা হয়নি। প্রধানমন্ত্রীর গলায় উঠে এসেছে ভারতকে স্বচ্ছ রাখার আহ্বান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই কোথাও ভারতীয় যোগব্যায়ামের প্রতি তাঁর প্রবল আকর্ষণ। হালে বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জও গ্রহণ করেছেন তিনি। সেকথা এদিন মন কি বাতে তুলেও ধরেন প্রধানমন্ত্রী। জোর দেন ভারতীয়দের ফিটনেসের প্রয়োজনীয়তার প্রতি। দেশের একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে যাওয়া ডাংগুলির মত কিছু একেবারেই ভারতের নিজস্ব খেলাগুলিকে বাঁচিয়ে রাখার প্রতিও জোর দেন প্রধানমন্ত্রী।