আজ পর্যন্ত ১৪ লেনের এক্সপ্রেসওয়ে দেখেননি ভারতবাসী। রবিবার দেখলেন। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের একটা অংশ খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। যা ১৪টি লেন সম্পন্ন রাস্তা। এদিন এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, আপাতত আংশিক উদ্বোধন হলেও পুরো কাজ সম্পূর্ণ হলে দিল্লি থেকে মেরঠ পৌঁছতে এই রাস্তা ধরে লাগবে মাত্র ৪৫ মিনিট। এদিন পুরো রাস্তার ৯ কিলোমিটার সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। এটা ছিল প্রথম পর্যায়ের কাজ। যা ঠিক ছিল ৩০ মাসে শেষ হবে। কিন্তু শেষ হল মাত্র ১৮ মাসে। অর্থাৎ ১২ মাস বা একবছর কম সময়ের মধ্যেই শেষ হল দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ। খরচ হয়েছে আনুমানিক ৮৪২ কোটি টাকা।
প্রথম পর্যায়ের কাজ শেষ করতে যমুনা নদীর ওপর ২টি ব্রিজ তৈরি করা হয়েছে। ৫টি ফ্লাইওভার তৈরি করা হয়েছে। তৈরি হয়েছে ৪টি আন্ডারপাস ও ৪টি ফুট ওভারব্রিজ। আন্ডারপাসের ২ ধারের দেওয়াল সুন্দর ছবি দিয়ে সাজানো হয়েছে। এক্সপ্রেসওয়ের ২ ধারে আড়াই মিটারের সাইকেলওয়েও তৈরি করা হয়েছে। এছাড়া ২ ধারে থাকছে ফুটপাথ।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)