
আগামী মঙ্গলবার লন্ডনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারি। তার আগে তাঁকে শুভকামনা জানিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে শরিফের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের কামনা করেছেন প্রধানমন্ত্রী। নওয়াজ শরিফের মেয়ে ট্যুইট করে বাবার ওপেন হার্ট সার্জারির কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০১১ সালেও একবার শরিফের হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছিল। তখন একবার ওপেন হার্ট হয়। তারপর ফের সমস্যা ধরা পড়ায় লন্ডনে মঙ্গলবার অপারেশন হবে। অপারেশনের পরও বেশ কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে পাক প্রধানমন্ত্রীকে। এদিকে ওপেন হার্ট সার্জারির জন্য এখন লন্ডনে প্রাক-অস্ত্রোপচার চিকিৎসা চলছে শরিফের।