প্রধানমন্ত্রীর জীবনহানির আশঙ্কা রয়েছে। অদ্যাবধি এমন প্রাণহানির আশঙ্কা তৈরি হয়নি। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তাকেও এভাবে সাজাতে হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রক এখন থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় আরও অনেক বাড়িয়ে দিয়েছে। যা কার্যত নজিরবিহীন। প্রধানমন্ত্রীর ধারেকাছেও কাউকে ঘেঁষতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাঁর মন্ত্রিসভার মন্ত্রীরাও নন। আমলারাও নন। তাঁদের আগে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা সুরক্ষাকর্মীদের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তাঁরা ছাড়পত্র দিলে তবেই মিলবে প্রধানমন্ত্রীর দেখা।
আর রোড শোও করতে পারবেননা প্রধানমন্ত্রী। বছর ঘুরলেই ২০১৯ লোকসভা নির্বাচন। সেখানে বিজেপির এখনও ভরসা মোদী ম্যাজিক। সেই প্রধানমন্ত্রীকেই যদি এভাবে সুরক্ষা বলয়ের প্রাচীরের অন্তরালে চলে যেতে হয় তবে তো মুশকিল। তাই তখন জনসভার কী হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন বিজেপি নেতারা।