‘বিমসটেক’ সম্মেলনে যোগ দিতে ২ দিনের সফরে নেপালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশি দেশগুলির মধ্যে ডিজিটাল যোগাযোগ বৃদ্ধিতে ভারত আগ্রহী। আঞ্চলিক যোগাযোগকে উন্নত করে সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ভারত দায়বদ্ধ। বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান তিনি। তিনি মনে করিয়ে দেন, বিমসটেক গঠন করা হয়েছে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্যই নয়, সেইসঙ্গে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সভ্যতা, ইতিহাস, শিল্প, সংস্কৃতি, ভাষার সমন্বয়ের উদ্দেশ্যেও এই রাষ্ট্রগোষ্ঠী তৈরি হয়েছে।
কাঠমান্ডুতে বৃহস্পতিবার থেকে শুরু হল বিমসটেক সম্মেলন। বিমসটেক বা ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ হল একটি রাষ্ট্র গোষ্ঠী। সেখানে সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও এদিন সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিরিপালা সিরিসেনা সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা।
(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)