তাঁর স্বচ্ছ ভারত অভিযানের আওতায় ভারতকে স্বচ্ছতার দিকে আরও এগিয়ে দিতে ‘স্বচ্ছতা হি সেবা’ নামক অভিযান চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ঝাঁটা নিয়ে এদিন নিজেই দিল্লির পাহাড়গঞ্জের একটি স্কুলে সাফাই অভিযান শুরু করেন তিনি। ঝাঁটা দিয়ে নোংরা পরিস্কার করতে দেখা যায় তাঁকে। এ বছর আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে পূর্ণ হচ্ছে নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের ৪ বছর। তার আগেই ১৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হল স্বচ্ছতা হি সেবা নামে অভিযান। মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্ন পূরণের অভিযান। যার সূচনা করলেন প্রধানমন্ত্রী।
আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস। ওইদিন থেকে চালু হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ পালন। এদিন প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল স্বচ্ছ ভারত। সেই লক্ষ্যেই চালু হল স্বচ্ছতা হি সেবা নামক একটি অভিযান। যেখানে দেশের প্রত্যেক নাগরিককে এগিয়ে এসে যোগদান করার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি, প্রাক্তন সরকারি আধিকারিক, এশিয়ান গেমসের পদক বিজেতা সহ মোট ২ হাজার ভারতীয়কে চিঠি লিখে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – @narendramodi)