National

হিমালয়ের কোলে ছবির মত বিমানবন্দর, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিকিমের এতদিন কোনও নিজস্ব বিমানবন্দর ছিলনা। পাহাড়ি রাজ্যে বিমানবন্দর তৈরিও মুখের কথা ছিলনা। যদিও পর্যটকদের কাছে সিকিমের টানই আলাদা। ফলে প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। ছবির মত সিকিমে যোগাযোগ তাই খুব বড় বিষয়। অবশেষে সিকিমের যোগাযোগ মানচিত্রে যুক্ত হল একটি বিমানবন্দর। সোমবার হিমালয়ের কোলে সেই পাহাড় কাটা বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকইয়ং বিমানবন্দর থেকে এখন বিমানে অন্যান্য জায়গায় সঙ্গে যোগাযোগ তৈরি হল সিকিমের।

বিশেষ হেলিকপ্টারে এদিন পাকইয়ং পৌঁছন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন নবনির্মিত বিমানবন্দরের। পাহাড়ের কোলে অবস্থিত বিমানবন্দরটি পাহাড়ের ঢাল কেটেই বানানো। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই বিমানবন্দরকে ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্য বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। ২০১ একর জায়গা নিয়ে ৬০৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিকিমের একমাত্র বিমানবন্দরটি। এতদিন সিকিমই ছিল ভারতের একমাত্র রাজ্য যেখানে কোনও বিমানবন্দর ছিলনা। এবার তা পেয়ে গেল তারা। যা অবশ্যই সিকিমের অর্থনীতির মূল স্তম্ভ পর্যটনকে উন্নত করবে। আগামী ৪ অক্টোবর থেকে এই বিমানবন্দরে বাণিজ্যিক বিমান ওঠানামা শুরু হবে। কলকাতা থেকে প্রাত্যহিক বিমান থাকবে বলেই খবর।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button