রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবারই ভারতে এসে পৌঁছেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হয়। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিষয় নিয়ে। সাক্ষরিত হয় এস-৪০০ আকাশ সুরক্ষা ক্ষেপণাস্ত্র চুক্তি। বৈঠকের পর এ চুক্তির বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করে ২ দেশ। এই আকাশ সুরক্ষা ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার ভাঁড়ারে যুক্ত হলে তা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে অনেকটা এগিয়ে রাখবে।
ভূমি থেকে আকাশ দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছ থেকে কেনাকে কেন্দ্র করে আমেরিকা আগেই তাদের আপত্তির কথা জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই রক্তচক্ষু উপেক্ষা করেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে ভারত রাশিয়া ফের কাছাকাছি এল। এছাড়া রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষার ক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তিগত আদানপ্রদানের মধ্যে দিয়ে যুদ্ধাস্ত্র তৈরি নিয়েও এদিন সহমত হয়েছেন ২ রাষ্ট্রপ্রধান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা