
ভারতে বিনিয়োগ টানতে কাতারের শিল্পপতিদের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ ও ভারতের বিশাল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণীকে কাজে লাগানোর সম্ভাবনার কথা জানিয়ে ভারতে বিনিয়োগে উৎসাহ যোগান তিনি। বিশেষভাবে জোর দেন সৌরশক্তি, রেলওয়ে ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগে। আফগানিস্তানে ভারত-আফগান ফ্রেন্ডশিপ ড্যামের উদ্বোধন করে শনিবার রাতেই কাবুল থেকে কাতার উড়ে যান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী। রাতেই স্থানীয় ভারতীয়দের সঙ্গে কথা বলেন মোদী। শোনেন তাঁদের সমস্যার কথা। কাতারে বসবাসকারী ভারতীয়দের সমস্যার কথা তিনি কাতার সরকারের সামনে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন। দোহায় এদিন কাতারের যুবরাজ আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা নিয়ে কথা হয় দুজনের। পরে ভারত ও কাতারের মধ্যে ৭টি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়। যার মধ্যে রয়েছে, পর্যটনে পারস্পরিক সহযোগিতা নিয়ে মউ সাক্ষর, পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মউ সাক্ষর, যুব ও ক্রীড়া ক্ষেত্রে মউ সাক্ষর, দক্ষতা বৃদ্ধি ও যোগ্যতার স্বীকৃতি সংক্রান্ত বিষয়ে মউ সাক্ষর, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মউ সাক্ষর সহ অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা।