ঋণখেলাপিদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সকলের কাছে আহ্বান জানান যে পলাতক অর্থনৈতিক অপরাধীদের কোনও দেশই আশ্রয়ের জন্য ‘সেফ হেভেন’ দেবে না। এই বিষয়ে সব সদস্য রাষ্ট্রকে একজোট হওয়ার আবেদন জানান তিনি। জি ২০-তে ভারত এবার পলাতক অর্থনৈতিক অপরাধীদের ফেরানো নিয়ে বিশেষ জোর দিয়েছে। সেইসঙ্গে তাদের ৯ দফা বিষয়সূচিতে ভারত জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানায়।
মোদী সরকারই পলাতক অর্থনৈতিক অপরাধীদের দেশ ছাড়ার রাস্তা করে দিয়েছে। এমন দাবি বারবার তুলেছে বিরোধীরা। নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের মত লোকেরা দেশ ছেড়ে পালাতে পারার জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় চাপাচ্ছে তারা। সেখানে এদিন বিশ্ব মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য অন্য কথা বলল। এখন জি ২০-তে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিরোধীরা কী বলেন সেদিকে সকলেরই নজর থাকবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)