National

উর্জিত প্যাটেলের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

উর্জিত প্যাটেল একজন খুব বড় মাপের অর্থনীতিবিদ। ম্যাক্রো-ইকোনমিক ইস্যুগুলি অনুধাবন করার গভীর ক্ষমতা ছিল তাঁর। তিনি ব্যাঙ্কিং সিস্টেমের হাল ধরে তাকে অশান্ত পরিবেশ থেকে একটি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিয়ে আসেন। তাঁর নেতৃত্বেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে সমর্থ হয়। তিনি আরবিআইয়ের ডেপুটি গভর্নর ও গভর্নর হিসাবে মোট ৬ বছর কাটিয়েছেন। তাঁর অভাব অনুভব করব। সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে উর্জিত প্যাটেল ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উর্জিত প্যাটেলকে একজন চূড়ান্ত পেশাদার ব্যক্তিত্ব হিসাবে ব্যাখ্যা করে তাঁকে আপাদমস্তক সৎ বলেও এদিন সার্টিফিকেট দেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত উর্জিত প্যাটেল ইস্তফা দেওয়ার পর প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর সংঘাতের প্রসঙ্গই বারবার উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে উর্জিত প্যাটেল সম্পর্কে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button