National

ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের মানুষকে ধন্যবাদ, কংগ্রেসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সকালে নির্বাচনের গণনা শুরুর পর থেকেই বিজেপি নেতারা মুখে কুলুপ এঁটেছিলেন। ফল তাঁদের চোখের সামনে ছিল। বুঝতে তাঁদের অসুবিধা হচ্ছিলনা মানুষের রায় কোন পথে হাঁটছে। এমনকি সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য সবাইকে আহ্বান জানালেও ৫ রাজ্যের ভোটের ফল নিয়ে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। করলেন অনেক রাতে। ট্যুইটে কংগ্রেসকে অভিনন্দন জানালেন। অভিনন্দন জানালেন টিআরএস ও মিজো ন্যাশনাল ফ্রন্টকেও।

এদিন ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, জনতার রায় তিনি মাথা পেতে নিচ্ছেন। হার জিত জীবনের অঙ্গ। ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মানুষ বিজেপিকে তাঁদের সেবা করার সুযোগ দিয়েছেন তার জন্য তাঁদের ধন্যবাদ। বিজেপি সরকার এসব রাজ্যে মানুষের উন্নয়নে নিরলস পরিশ্রম করেছে। তিনি বিজেপি কর্মীদেরও ভোটের সময় তাঁদের পরিশ্রমের জন্য সেলাম জানান। আগামী দিনে তাঁর দল আরও বেশি করে মানুষের উন্নয়নের চেষ্টা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button