World

সুইৎজারল্যান্ডে বড় সাফল্য পকেটে পুরলেন মোদী

Narendra Modiভারতের জন্য বড় সাফল্য পকেটস্থ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৮ সদস্যের পরমাণু ‌যোগানদার গোষ্ঠীতে ভারত যাতে সদস্যপদ অর্জন করতে পারে সে ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নেইডার আম্মান। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান আম্মান। সুইৎজারল্যান্ডের তরফ থেকে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সদর্থক ইঙ্গিতকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখছেন বিশেষজ্ঞেরা। তাঁদের দাবি, ভারতের এনএসজি-র সদস্যপদ পাওয়ার জন্য সুইস সমর্থন অত্যন্ত জরুরি ভূমিকা পালন করবে। পাঁচ দেশের সফরে এদিন সকালে কাতার থেকে সুইৎজারল্যান্ডে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে সুইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছে কালো টাকা প্রসঙ্গ। কালো টাকা দেশে ফেরানোর কথা প্রচার করে ২০১৪ লোকসভা নির্বাচনে ভোট ব্যাঙ্ক তৈরি করার চেষ্টার ত্রুটি করেনি বিজেপি। কিন্তু অভিযোগ ক্ষমতায় আসার পর এ নিয়ে অনেকটাই নরম পন্থা নিয়েছে মোদী সরকার। এদিন সেই বদনাম ঘোচাতে সুইস প্রেসিডেন্টের সঙ্গে কালো টাকা সংক্রান্ত তথ্য আদানপ্রদানের বিষয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। কথা হয়েছে ভারতে সুইস লগ্নি নিয়েও। সুইৎজারল্যান্ড ভারতের পঞ্চম বৃহৎ বাণিজ্য সহযোগী রাষ্ট্র। ভারতে লগ্নির নিরিখে সুইৎজারল্যান্ড রয়েছে একাদশ স্থানে। এমন এক বন্ধুরাষ্ট্রের বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে এদিন উৎসাহ দেন প্রধানমন্ত্রী। কাতারের বিনিয়োগকারীদের পর এবার সুইস বিনিয়োগকারীদেরও ভারতে লগ্নির সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। এই অ্যালপাইন দেশটির সঙ্গে ভোকেশনাল এডুকেশন ও রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদানপ্রদান আরও শক্তিশালী করায় জোর দেন প্রধানমন্ত্রী।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button