স্বচ্ছ ভারত অভিযানের আওতায় গ্রামে গ্রামে খোলা আকাশের নিচে শৌচকর্ম বন্ধে উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা ভারত সরকার। গ্রামে গ্রামে প্রচারের সঙ্গে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও প্রচার বাড়ানো হয়। মানুষকে খোলা আকাশের নিচে শৌচকর্মের অপকারিতা নিয়ে বোঝানো হয়। এতদিনের সেই প্রচেষ্টার ফল কী?
২০১৯ সালের জানুয়ারিতে এসে প্রধানমন্ত্রী জানালেন, ৬০০ জেলা, সাড়ে ৫ লক্ষ গ্রাম এখন খোলা জায়গায় শৌচকর্ম মুক্ত হয়েছে। ৯ কোটি বাড়িতে শৌচাগার তৈরি হয়েছে। ৯৮ শতাংশ গ্রামকে পয়ঃপ্রণালীর আওতায় আনা হয়েছে। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ একথা জানান প্রধানমন্ত্রী।
আগামী অক্টোবরের ২ তারিখ মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে। তার মধ্যেই গোটা ভারতকে খোলা আকাশের নিচে যেখানে সেখানে শৌচকর্ম মুক্ত করে গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে চান প্রধানমন্ত্রী। এদিন সেই লক্ষ্যের কথা জানান তিনি।