National

কোটি কোটি টয়লেট যেন ব্যবহার হয় দেখবেন, মহিলাদের অনুরোধ প্রধানমন্ত্রীর

গত ৪ বছরে কোটি কোটি টয়লেট তৈরি হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় দেশের গ্রামে গ্রামে এই সব টয়লেট এজন্য তৈরি করা হয়েছে যাতে মানুষ খোলা জায়গায় শৌচকর্ম না করেন। সেসব টয়লেট যেন ঠিকমত ব্যবহারও হয় সেদিকে নজর রাখার জন্য গ্রামের মহিলাদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে স্বচ্ছ ভারত অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহিলাদের সর্বাগ্রে থাকার জন্য অভিনন্দন জানান তিনি।

Narendra Modi
হরিয়ানার কুরুক্ষেত্রের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তৃতা, ছবি – আইএএনএস

মঙ্গলবার হরিয়ানার কুরুক্ষেত্রে একটি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে অনেকগুলি প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে শেষ সাড়ে ৪ বছরে প্রায় ১০ কোটি টয়লেট তৈরি করা হয়েছে। তার সঠিক ব্যবহারও হচ্ছে কিনা তা গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন কুম্ভমেলার উদাহরণ দেন। বলেন, এমন একটি বিশাল মেলায় দেশ, বিদেশ থেকে কোটি কোটি মানুষ জড়ো হচ্ছেন। প্রয়াগরাজে হওয়ার এই কুম্ভে বিশেষ নজর দেওয়া হয়েছে স্বচ্ছতায়।


Narendra Modi
প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতায় হরিয়ানার মুখ্যমন্ত্রী, ছবি – আইএএনএস

প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই স্বচ্ছ ভারত নিয়ে অন্য দল হাসাহাসি করে। কিন্তু তিনি বোঝেন সেসব মহিলার কথা যাঁদের শৌচ কর্মের জন্য খোলা জায়গায় যেতে হয়। প্রধানমন্ত্রী বলেন, সোনার চামচ মুখে দেওয়া বিরোধী নেতাদের ঠাট্টায় তাঁর কিছু আসে যায়না। তাঁর লক্ষ্য দেশের মহিলাদের জীবনকে আরও ভাল করা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button