জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সিআরপিএফ কনভয়ে ভয়ংকর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে তিনি লেখেন, এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করছেন তিনি। বীর শহিদদের এই বলিদান বিফলে যাবে না। শহিদদের পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে গোটা দেশ। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, এ ধরণের কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টকর। দেশের জন্য যে সিআরপিএফ জওয়ান শহিদ হলেন তাঁদের কুর্নিশ জানান তিনি।
শুক্রবার রাজনাথ সিংয়ের বিহারে যাওয়ার কর্মসূচি ছিল। তা তিনি বাতিল করেন। শুক্রবারই শ্রীনগর যাচ্ছেন তিনি। সেখানে এক উচ্চস্তরীয় বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে যোগ দিতে তাঁর ভুটান সফর কাটছাঁট করে শুক্রবারই শ্রীনগর পৌঁছচ্ছেন স্বরাষ্ট্রসচিব রাজীব গাউবা। এদিন ঘটনার পরই এই জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করে ট্যুইট করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি নেত্রী মেহবুবা মুফতি।
এর আগে উরি আর্মি ক্যাম্পে কাপুরুষোচিত জঙ্গি হানার ঘটনা ঘটায় জঙ্গিরা। গত ১৮ সেপ্টেম্বর ২০১৬-র সেই হানায় ১৯ জন জওয়ান শহিদ হন। পরে তার প্রত্যুত্তরে পাকিস্তানে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গি ডেরায় হামলা চালায় ভারত। সেই সার্জিক্যাল স্ট্রাইকের জেরে বেশ কিছুদিন স্তব্ধ হয়ে যায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার চেষ্টা। তারপর ফের এদিন এক জঙ্গি হানার ঘটনা ঘটাল তারা। এর প্রত্যুত্তরেও কী তবে ফের সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত এর জবাব দেবে? ইতিমধ্যেই নানা মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা