World

সিওল শান্তি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত বৃহস্পতিবারই তিনি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পৌঁছন। শুক্রবার তাঁকে প্রদান করা হল সিওল পিস প্রাইজ বা সিওল শান্তি পুরস্কার। অবশ্যই এটা ভারতের জন্য গর্বের। প্রধানমন্ত্রী নিজেও এই পুরস্কার হাতে তুলে খুশি। তিনি জানান, এই পুরস্কার তাঁর নয়। এটা সকল ভারতবাসীর। ভারতবাসীকে এই পুরস্কার উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

Narendra Modi
বারাণসীতে পঞ্চদশ প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার আসলে ভারতের বহুকালের দর্শন ‘বসুদৈব কুটুম্বকম’ বা সারা বিশ্বই একটি পরিবার-এর স্বীকৃতি। এই পুরস্কার এমন এক রাষ্ট্রের জন্য যারা বিশ্বাস শাশ্বত শান্তির বার্তা দেয়। মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষ পালনের বছরেই এই পুরস্কার পেয়ে তিনি আরও খুশি বলে জানান প্রধানমন্ত্রী।


Narendra Modi
জাপানে বসবাসকারী ভারতীয়দের সম্মেলনে প্রধানমন্ত্রী, ছবি – আইএএনএস

সিওল শান্তি পুরস্কারের একটি আর্থিক পুরস্কার রয়েছে। এই পুরস্কার প্রাপককে ২ লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়। যা এদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তা গ্রহণ করার পর পুরস্কার অর্থ নমামি গঙ্গে প্রকল্পে দান করে দেন। গঙ্গা দূষণ রোধ করে স্বচ্ছ, দূষণহীন গঙ্গার জন্য এই প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button