পাকিস্তানের মাটিতে ঢুকে বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিগুলো টার্গেট করে বোমাবর্ষণ করে সেগুলো গুঁড়িয়ে দিয়েছে ভারত। পুলওয়ামা হামলার জবাবে এই সার্জিক্যাল স্ট্রাইকের পর মঙ্গলবার রাজস্থানের চুরুতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের এই সাফল্য নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানান, ভারত সুরক্ষিত হাতেই রয়েছে। ভারতের সুরক্ষার দায়িত্ব যাঁদের কাঁধে তাঁদের এদিন সেলাম জানান প্রধানমন্ত্রী।
ভারতীয় বায়ুসেনার এই সাফল্য তাঁর জন্যও একটা বড় সাফল্য। প্রধানমন্ত্রী এদিন বেশ উৎসাহের সঙ্গেই জানান, কোনও মূল্যেই তিনি ভারতকে ঝুঁকতে দেবেননা। তিনি আরও বলেন, তিনি ভারতের মাটির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি ভারতকে কখনও ভাঙতে দেবেননা। দেশের মানুষ জাগছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন দাবি করেন মঙ্গলবার পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বিমান হানার পর ভারতের মানুষের মুড কিছুটা বদলে গেছে। তাঁদের মুড অন্যরকম দেখাচ্ছে। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার দিকে চোখ দিলেই বোঝা যাচ্ছে পাক মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে দেশে ফিরে আসা ভারতীয় যুদ্ধবিমানের সাফল্যকে তারিয়ে উপভোগ করছেন দেশবাসী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)