একের পর এক জনসভা। আর তাতে একের পর এক কটাক্ষ। একে অপরকে কটাক্ষ। কখনও ব্যক্তিগত আক্রমণ। কখনও দলগত আক্রমণ। কংগ্রেস যেমন তা চালাচ্ছে। তেমনই চালাচ্ছে বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের ডিব্রুগড়ে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রী দাবি করেন, যখন পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে গোটা দেশ খুশি ছিল, তখন কংগ্রেস আর সন্ত্রাসবাদীরা অখুশি হয়েছিল। ভারত কদিন আগে মহাকাশে সুপার পাওয়ার হয়েছে। তাতেও কংগ্রেস নেতারা অখুশি বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের ইতিমধ্যেই বিভিন্ন জনসভা থেকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। অসমে আগে কংগ্রেস সরকার থাকায় এদিন সরাসরি কংগ্রেসকে আক্রমণের পথ বেছে নিলেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস ক্ষমতায় থাকার সময় অসমের আদিবাসীদের জন্য কিছুই করেনি। নজর দেয়নি চা শ্রমিকদের ওপরও।
অসমের মোরানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, কংগ্রেস চৌকিদারকে পছন্দ করেনা। তারা চাওয়ালাকেও পছন্দ করেনা। কিন্তু একজন চাওয়ালাই বোঝেন এক চাওয়ালার কষ্টটা কি! অসমরে চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের লক্ষ্য করেই একথা বলেন প্রধানমন্ত্রী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)