ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দ্যা অর্ডার অফ জায়েদ’ সম্মানে ভূষিত করেছে আমিরশাহী। এই পুরস্কারের জন্য তাঁকে বেছে নেওয়ায় পাল্টা ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের আমরোহায় একটি জনসভায় ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি সংযুক্ত আরব আমিরশাহীর সরকার ও সকল নাগরিককে জায়েদ মেডেল তাঁকে প্রদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। এই পুরস্কার তাঁরা তাঁকে দেননি, গোটা ভারতবাসীকে দিয়েছেন।
গত বৃহস্পতিবারই এই সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রদান করার কথা ঘোষণা করেন আবু ধাবি-র যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহান। যুবরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর খুব কাছের বন্ধু বলে ব্যাখ্যা করেন। বলেন, ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নরেন্দ্র মোদী প্রধান ভূমিকা পালন করেছেন।
কিছুদিনের মধ্যেই হয়তো এই সম্মান গ্রহণ করতে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী উড়ে যাবেন। ইতিমধ্যেই তিনি সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘দ্যা কিং আবদুল্লাজিজ সাশ’-এ ভূষিত হয়েছেন। এবার সৌদির প্রতিবেশি দেশ সংযুক্ত আরব আমিরশাহীও তাঁকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করে সম্মানিত করল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)