State

মুখ্যমন্ত্রী মমতাকে বুঝতে আগে ভুল হয়েছিল, বললেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের আমজনতাই শুধু ভুল করেননি, তিনি নিজেও একই ভুল করেছিলেন। যখন তিনি প্রথম প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে টিভিতে দেখতেন, তাঁর সঙ্গে দরকারে কথা বলতেন, তখন তাঁরও মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আতিশয্যহীন, কর্মঠ মানুষ। যিনি মানুষের ভালর জন্য ভাবেন। আন্তরিকভাবে বাংলার উন্নয়ন চান। বামেদের শাসন থেকে বাংলাকে মুক্ত করে মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু সেই ভুল তাঁর এখন ভেঙে গেছে। যখন মুখ্যমন্ত্রীর নানা অপকর্ম তাঁর সামনে আসতে শুরু করেছে। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের জনসভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর দাবি, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর যখন মুখ্যমন্ত্রীর নানা কাজকর্ম দেখলেন, তখন তাঁর নাকি চোখ খুলে যায়। এরপর প্রধানমন্ত্রী বলেন, তাঁর মত মানুষেরও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এমন ভুল হয়, তাহলে সাধারণ মানুষের ভুল হওয়া তো স্বাভাবিক! এদিন জনসভা থেকে ফের সারদা, রোজভ্যালি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচার করতেই এদিন জনসভা করেন প্রধানমন্ত্রী।


এদিন ফের জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে ‘স্পিডব্রেকার দিদি’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনসভাকে সামনে রেখে মানুষের ভিড় জমেছিল এখানে। বালুরঘাটে ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল। এখানে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button