অতি শক্তিশালী সাইক্লোন ‘ফণী’ শুক্রবারই আছড়ে পড়তে চলেছে ওড়িশায়। যার জেরে রীতিমত তঠস্থ দেশের ৩টি রাজ্য। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। কারণ এই ৩ রাজ্যেই ছোবল মারতে চলেছে ফণী। দেশে এমন এক দানব ঝড়ের আগমনবার্তা নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রায় সারাদিনই তিনি প্রচারে ব্যস্ত। দেশের কোণায় কোণায় ঘুরে চলছে প্রচার। তার মাঝেই সময় বার করে বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠক করলেন তিনি। ছিলেন সচিব পর্যায়ের আধিকারিকরাও। সেখানে তাঁকে ফণীর সম্বন্ধে অবহিত করেন আধিকারিকরা। ফণী কখন কীভাবে আছড়ে পড়বে বা কেমন হতে পারে তার প্রভাব সম্বন্ধে প্রধানমন্ত্রীকে জানান আধিকারিকরা।
প্রধানমন্ত্রী সব শোনার পর আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। যে রাজ্যগুলি প্রভাবিত হতে চলেছে সেখানকার সরকারি আধিকারিকদের সঙ্গে দিল্লি থেকে সর্বদা যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ফণীর তাণ্ডবের কথা মাথায় রেখে আগে থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা পরে উদ্ধারকাজ ও অন্যান্য পদক্ষেপ নিয়ে কী ভাবনা রয়েছে তা শোনার পর প্রধানমন্ত্রী নির্দেশ দেন যাতে ত্রাণ ও উদ্ধারে যথেষ্ট ব্যবস্থা রাখা হয়।
ফণী-র শুক্রবারই ওড়িশার পুরীর কাছ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার কথা। সেক্ষেত্রে তা ঝাঁপিয়ে পড়ার পর অবস্থা কী হবে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক রাজ্যবাসীকে আতঙ্কিত হতে নিষেধ করেছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)