World

এমটিসিআর-এ ভারত, চাপে চিন

Narendra Modiমার্কিন সফরে গিয়ে ভারতকে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর-এর অন্তর্ভুক্ত করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিন চেষ্টা করেও যার সদস্যপদ এখনও পায়নি। এটা একটা বড় সাফল্য বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এতদিন ভারতের এনএসজি গোষ্ঠীতে অন্তর্ভুক্তি নিয়ে চিনই বাগড়া দিয়ে আসছে। কিন্তু এমটিসিআর-এ ঢুকে পড়ার পর এবার ভারতকে এনএসজি সদস্যপদ পাওয়া থেকে দূরে রাখা চিনের পক্ষে কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

এদিকে দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের চেষ্টা নিয়ে আমেরিকা ক্ষুব্ধ। এনিয়ে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কও তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় চিনকে শায়েস্তা করতে ভারতকে পাশে চাইছে আমেরিকা। এতে ভারতেরই লাভ দেখছেন বিশেষজ্ঞেরা। এশিয়া প্যাসিফিক এলাকা ও ভারত মহাসাগরে ভারতকে প্রায়োরিটি পার্টনারের জায়গা দেওয়া নিয়েও নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা ভারতের জন্য অবশ্য সুখবর। এদিকে এমটিসিআর-এ ঢুকে পড়ায় আগামী দিনে ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্ম বাইরে বিক্রির ছাড়পত্র পেয়ে গেল। এছাড়া তারা মহাকাশে আরও বেশি করে জায়গা পাওয়া, ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে সাহায্য পাওয়া বা প্রিডেটর ড্রোন কেনার ক্ষেত্রে বাধা নিষেধের উর্ধ্বে চলে গেল।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button