National

বিজেপির এই জয় সম্ভব হয়েছে আডবাণীর জন্য, বললেন মোদী

বিজেপি যে জয় পেয়েছে তা সম্ভব হয়েছে দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর জন্য। একটি ট্যুইট বার্তায় একথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দশকের পর দশক ধরে বিজেপির এই মহান নেতা বিজেপিকে গড়ে তুলেছেন। দলের নিজস্ব আদর্শকে মানুষের সামনে তুলে ধরেছেন। তারই ফলে এদিন এমন জয় সম্ভব হয়েছে। শুক্রবার সকালে বিজেপি সভাপতি অমিত শাহকে সঙ্গে করে দিল্লিতে লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেন আডবাণীর সঙ্গে। কথা বলেন। তারপর সেখান থেকে বেরিয়ে এই ট্যুইট করেন তিনি।

লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করার পর তাঁরা হাজির হন বিজেপির আর এক বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশীর বাড়িতে। সেখানে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান যোশী। নরেন্দ্র মোদী জানান, দেশের শিক্ষার উন্নতিতে মুরলী মনোহর যোশীর অবদান অনস্বীকার্য। ভারতের শিক্ষার উন্নয়নে অনেক কাজ করেছেন যোশী। সেইসঙ্গে বিজেপির বহু কর্মী তাঁর হাতে তৈরি হয়েছেন। তিনি নিজেও সেই দলে পড়েন বলে জানান প্রধানমন্ত্রী।


Narendra Modi
বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে মুরলী মনোহর যোশীর বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @narendramodi

দলের ২ বর্ষীয়ান নেতার বাড়িতে হাজির হয়ে তাঁদের আশীর্বাদ নিয়ে কিন্তু শিষ্টাচারের উদাহরণ দলের মধ্যে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। যা অবশ্যই দেশবাসীও ভাল চোখেই নেবেন। নিজের ট্যুইটার হ্যান্ডলে প্রধানমন্ত্রী আডবাণী ও যোশীর সঙ্গে এদিন তোলা ছবিও শেয়ার করেন। প্রসঙ্গত ৩০৩ আসন এককভাবে জিতে দেশে ইতিহাস গড়েছে মোদী নেতৃত্বাধীন বিজেপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button