দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলা মোদীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়তে আগে হাত বাড়াল চিন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বৃহস্পতিবারই বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠান। তারপরই তিনি ভারতের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার ইচ্ছা প্রকাশ করেন। গত বছর উহান সম্মেলনে এই বিষয়ে অনেকটাই এগিয়েছিলেন শি-মোদী। ২ প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের আরও উন্নতি নিয়ে সে সময় দীর্ঘ আলোচনাও হয় দুপক্ষে। এবার সেই আলোচনাকেই আরও গতি দিতে আগ্রহ প্রকাশ করেছে চিন।
নরেন্দ্র মোদীর এই হ্যারিকেন জয়ের জন্য সারা বিশ্ব থেকেই অভিনন্দন এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। ট্যুইট করে জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লিখেছেন, বিজেপি ও প্রধানমন্ত্রীকে বিপুল জয়ের জন্য অভিনন্দন। আগামী দিনে ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে নতুন কিছু অপেক্ষায় রইল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানান। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও প্রগাঢ় করে তোলা নিয়েও আগ্রহ প্রকাশ করেন স্কট।
ভুটানের প্রধানমন্ত্রীও নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। এছাড়া গত বৃহস্পতিবারই মোদীকে ফোন করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক। মোদীর নেতৃত্বে আরও সমৃদ্ধ ভারত গড়ে ওঠার শুভেচ্ছা জানান তিনি। তাঁর দুরন্ত জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান আবুধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা