সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের একটা বড় ভূমিকা রয়েছে। বিরোধীদের সক্রিয় ভূমিকা গণতন্ত্রের জন্য ভাল। তাই সংখ্যার কথা মাথায় না রেখে সংসদে তাঁদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বক্তব্যের কারণ রয়েছে। এবার ১৭ তম লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র দখলে রয়েছে ৩৫৩টি আসন। ভোট হওয়া ৫৪২টি আসনের মধ্যে ৩৫৩টিই সরকারপক্ষের। ফলে বিরোধীরা সংখ্যার নিরিখে লোকসভায় নগণ্য। তবু সেই সংখ্যা দেখে হতাশ হয়ে বিরোধীরা যেন লোকসভায় বিরোধী শক্তির কাজ থেকে বিরত হয়ে না পড়েন সেজন্যই হয়ত প্রধানমন্ত্রীর এমন আহ্বান।
প্রধানমন্ত্রী এদিন বলেন, সংসদে পক্ষ বা বিপক্ষ বলে নয়, আসল কাজ হল নিরপেক্ষভাবে দেশের উন্নয়নে বৃহত্তর স্বার্থে কাজ করা। কোনও পক্ষ না দেখে তাঁর দলের সাংসদদের নিরপেক্ষভাবে দেশের স্বার্থে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। লোকসভায় এবার বিজেপির পর সবচেয়ে বেশি আসন রয়েছে কংগ্রেসের ঝুলিতে। কংগ্রেসর রয়েছে ৫২টি আসন। ফলে লোকসভায় প্রধান বিরোধী দল তারাই।
দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এদিন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে প্রথম দিন। এখানে বক্তব্য রাখতে গিয়ে সব দলের সাংসদকেই সংসদ সুন্দরভাবে চালানোর আহ্বান জানান। নতুন লোকসভায় মহিলা সাংসদের সংখ্যায় এদিন সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী সহ সব সাংসদ লোকসভার সদস্য হিসাবে শপথগ্রহণ করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা