ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে ২ দিনের জন্য রাশিয়ার ব্লাদিভোস্তক শহরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নানা সময়ে তিনি তাঁর সরল সাদাসিধে আচরণের জন্য মানুষের মন জয় করেন। তেমনই একটি ঘটনার ভিডিও এদিন ট্যুইট করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। প্রধানমন্ত্রীর সারল্যের প্রশংসা করে লেখেন তিনি।
ভিডিওতে দেখা গেছে বিদেশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফটোশেসন ছিল। সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে দেখেন অন্যদের জন্য চেয়ারের বন্দোবস্ত রয়েছে। আর তাঁর জন্য রয়েছে একটি সাদা ধবধবে সোফা। পিছনে একটি কুশন দেওয়া। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর জন্য আলাদা সোফার বন্দোবস্ত। এটা দেখার পর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে পড়েন। তারপর সেই সোফা সরিয়ে সেখানে বাকিদের মতই একটি চেয়ার দিতে বলেন।
দ্রুত সোফা সরানো হয়। সেখানে চলে আসে বাকি চেয়ারগুলির মতই একটি চেয়ার। প্রধানমন্ত্রী তাতেই বসেন। ছবিটি রাশিয়ায় ওই সম্মেলনের মধ্যেই তোলা। সেখানকারই ঘটনা। খুব সম্ভবত সেটি গত মঙ্গলবারের ছবি। এই ঘটনার পর মোদীর সারল্যে বেজায় খুশি বিদেশি আধিকারিকরাও। ভিডিওটি ট্যুইট করার পর তা বহু মানুষই দেখেন। প্রধানমন্ত্রীর বিদেশে গিয়েও মন জয়ের কথা তুলে ধরেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা