World

বলার দিন শেষ, এখন করার সময়, রাষ্ট্রসংঘে বললেন মোদী

হিউস্টন মাতিয়ে সোমবার নিউইয়র্কে উড়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী যথারীতি সকলকে অভিভূত করেছেন। তিনি বলেন, সারা বিশ্ব জুড়েই জলবায়ু পরিবর্তন হচ্ছে। দ্রুত এই পরিবর্তন ঘটছে। তাই এসব নিয়ে আলোচনার আর সময় নেই। এবার কিছু করে দেখানোর সময়। জলবায়ুকে রক্ষা করা দরকার। সারা বিশ্ব জুড়েই জলবায়ুতে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা নিয়ে সব দেশই চিন্তিত। এই পরিস্থিতিতে মোদীর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মনে করিয়ে দেন যে এখনও সময় আছে। চেষ্টা করলে এখনও বিশ্বের জলবায়ুকে রক্ষা করা সম্ভব। ফলে সকলকে উদ্যোগী হতে হবে। এদিন রাষ্ট্রসংঘের একটি সোলার পার্কের উদ্বোধন করেন মোদী। পার্কটি মহাত্মা গান্ধীর নামে নামাঙ্কিত করা হয়েছে। ১৯৩টি সোলার প্যানেল রয়েছে পার্কে। রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যাও ১৯৩। প্রতি রাষ্ট্র পিছু একটি করে সোলার প্যানেল, এভাবেই সাজানো হয়েছে ভাবনাকে।


এদিন মোদী যখন বক্তব্য রাখছেন তখন একটি অবাক কাণ্ড ঘটে যায়। আচমকাই সেখানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন তিনি। তারপর বেরিয়ে যান। অথচ রাষ্ট্রসংঘের জলবায়ু সংক্রান্ত এই সম্মেলনে আসারই কথা ছিলনা ট্রাম্পের। কেন তিনি আচমকা হাজির হলেন তাও অপরিস্কার। তবে সামান্য সময় যেটুকু ছিলেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button