মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ উপলক্ষে বছরভর একগুচ্ছ কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার গান্ধীজির আদর্শকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে বলিউড তারকাদের অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধেয় বলিউডের প্রথমসারির তারকাদের একাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে দেখা করেন। প্রধানমন্ত্রীর বলিউড সাক্ষাতের অন্যতম উদ্দেশ্যই ছিল গান্ধীজির আদর্শকে আরও বেশি করে সিনেমা ও টিভির পর্দায় তুলে ধরা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আমির খান, শাহরুখ খান, অনুরাগ বসু, বনি কাপুর, একতা কাপুর, ইমতিয়াজ আলি, কঙ্গনা রানাওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ প্রমুখ।
সকলে প্রধানমন্ত্রী সঙ্গে সেলফি তোলেন। হাসি মুখে বলিউড তারকাদের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। বেশ কিছুটা সময় কাটান তাঁদের সঙ্গে। কথা বলেন। পরে শাহরুখ খান বলেন, ব্যবসার কথা অনেক সময় চিন্তা না করেও কাজ করতে হয়। তার দরকার রয়েছে। তাঁর মতে গান্ধীজির মতাদর্শকে আরও একবার নতুন করে দেশ ও বিদেশের সামনে তুলে ধরা দরকার।
আমির খান বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা গভীর বিশ্বাস থেকে বলেন। তাঁর কথা থেকে উৎসাহ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর গান্ধীজির মতাদর্শকে আরও বেশি করে সিনেমা, টিভিতে তুলে ধরার বার্তার তারিফ করে আমির বলেন, সৃজনশীল মানুষ হিসাবে তাঁরা লক্ষ্যকে আরও বেশি করে সফল করার চেষ্টা করবেন। অবশ্যই গান্ধীজির ওপর কাজ হবে।
একতা কাপুর আবার বলেন, তিনি এমন একজনের সঙ্গে মিলিত হলেন, যিনি সিনেমা জগতকে তাঁদের চেয়েও বেশি জানেন। জ্যাকলিন বলেন, প্রধানমন্ত্রী সিনেমা শিল্পের উন্নতিতে হাত বাড়িয়ে দিচ্ছেন এটা অনেককিছু। সিনেমা জগতকে বোঝার জন্য, তার ক্ষমতাকে বোঝার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কঙ্গনা। সোনালি সন্ধ্যায় প্রধানমন্ত্রী কিন্তু এদিন খোশমেজাজেই ধরা পড়েছেন বলিউড তারকাদের সঙ্গে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা