কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের সিদ্ধান্তের সঙ্গে অনেকবারই একমত হতে পারেননি অর্থনীতিতে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ভারতীয় অর্থনীতি টলমল করছে বলেও দাবি করেন অভিজিতবাবু। এতে যে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার খুশি হবেনা, এটা বলাই বাহুল্য। শুধু অখুশি হওয়াই নয়, তাঁকে নানাভাবে আক্রমণ করেছেন মোদী মন্ত্রিসভার এক মন্ত্রী। আবার পশ্চিমবঙ্গেই বিজেপি নেতা রাহুল সিনহা এই বাঙালি অর্থনীতিবিদের বৈবাহিক সম্পর্ককে সামনে এনে তার সঙ্গে অভিজিতবাবুর নোবেলপ্রাপ্তিকে জুড়তে চেয়েছেন। এই পরিস্থিতিতেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দেখা করেন তিনি। সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে প্রধানমন্ত্রী তাঁদের সাক্ষাতের একটি ছবিও ট্যুইট করেন। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে গোটা দেশ গর্বিত। তাঁদের বৈঠকও দারুণ হয়েছে। নোবেলজয়ীর মানুষের উন্নতি নিয়ে ভাবনা চিন্তা চোখে পড়েছে। তাঁদের মধ্যে অত্যন্ত সুস্থ ও বিস্তৃত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা পরিস্কার করে না বললেও পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শিক্ষার উন্নতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি নিজে দীর্ঘদিন ধরেই ভারতে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। এদিকে প্রধানমন্ত্রী তাঁকে নিয়ে গর্ব প্রকাশ করার পর তাঁর দলের অন্যরা আগামী দিনে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কটাক্ষ চালিয়ে যান কিনা সেটাই এখন প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা