শনিবার গঙ্গার বুকে ভেসে পড়বে প্রমোদতরী। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রী সহ আমলারা। কানপুর থেকে নৌবিহার শুরু করবেন প্রধানমন্ত্রী। ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কথা মাথায় রেখেই এই নৌবিহারের আয়োজন। গঙ্গার বুকে ভেসে স্বচক্ষে গঙ্গার হাল প্রত্যক্ষ করতে চাইছেন প্রধানমন্ত্রী।
শুক্রবারই কানপুরে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের প্রথম বৈঠক রয়েছে শনিবার। ‘নমামি গঙ্গে’ প্রকল্প নিয়ে বৈঠক। সেই বৈঠকে আমন্ত্রিত হয়েছেন যেসব রাজ্যের ওপর দিয়ে গঙ্গে বয়ে গেছে সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সেখানে আমন্ত্রিত। তাছাড়া ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসও আমন্ত্রিত। কিন্তু ঝাড়খণ্ডে ভোট থাকায় তাঁর বৈঠকে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন আছে।
গোমুখ থেকে উৎপত্তি গঙ্গার। আর তা সমুদ্রে মিশছে গঙ্গাসাগরের কাছে। ভারতের ৫টি রাজ্যের ওপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। কিন্তু বলা হয় গঙ্গার পুরো গতিপথে কানপুর ও তার আশপাশে সবচেয়ে বেশি দূষণের শিকার হয়েছে। তাই সেই অংশ থেকেই নৌবিহার শুরু করছেন প্রধানমন্ত্রী। পুরো পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা