মেঘের কোপে পড়ে অনেকেরই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সূর্যগ্রহণ দেখা হল না এবার। মেঘের আড়ালেই শেষ হল মহাজাগতিক বিস্ময়। ফলে অনেকেই হতাশ। সেই হতাশ মানুষের দলে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সকলের মত তিনিও অধীর আগ্রহে ছিলেন সূর্য গ্রহণ দেখার জন্য। কিন্তু সে সুযোগ হয়নি। প্রধানমন্ত্রী হাতে সূর্যগ্রহণ দেখার চশমা নিয়ে চোখে কালো চশমা পড়ে আকাশের দিকে চেয়ে আছেন। এমন ছবি তিনি ট্যুইটারে পোস্ট করেন। হতাশার কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী লেখেন ভারতবাসীর সঙ্গে তিনিও উৎসাহের সঙ্গে সূর্যগ্রহণ দেখতে আগ্রহের সঙ্গে চেয়েছিলেন আকাশের দিকে। কিন্তু বাধ সাধল মেঘ। এটা দুর্ভাগ্যজনক। তবে তিনি এটাও লিখেছেন যে স্বচক্ষে দেখার সুযোগ না হলেও তিনি কোঝিকোড় থেকে সূর্যের পূর্ণগ্রাসের লাইভ সম্প্রচার দেখেছেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করেছেন।
সকাল থেকে অনেক জায়গাতেই এদিন আকাশে মেঘ ছিল। মেঘের সঙ্গে কুয়াশার ঘন চাদরে ঢাকা ছিল উত্তর ভারতের একটা বড় অংশ। কিছু জায়গায় আবার বৃষ্টি হয়েছে। ফলে এসব জায়গার মানুষকে টিভির পর্দায় সূর্যগ্রহণ দেখেই আশ মেটাতে হয়েছে। এ বছরের শেষ সূর্যগ্রহণ তাঁদের দেখা স্বচক্ষে হল না। তবে আধুনিক জীবনে সূর্যের সঙ্গে চাঁদের এই চাকতি মেলার দৃশ্য প্রযুক্তির কারণে মানুষের হাতের মুঠোয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা