সোশ্যাল মিডিয়ার সঙ্গে যাঁরা কিছুটাও যুক্ত তাঁরা জানেন সোশ্যাল মিডিয়ায় এখন মিম নামক একটি হাস্যরসাত্মক বিষয়ের খুব চল হয়েছে। একটি ছবিকে অন্য ব্যাখ্যায় প্রকাশ করা। যা দেখে অনেকেই হাসি চেপে রাখতে পারবেননা। আবার ওই ছবির যে এমন ব্যাখ্যাও হতে পারে তা ভেবে মনে মনে তারিফও করবেন। এখন মিম দেখে দেখে এমন হয়েছে যে কোনও ছবি দেখে অনেকের মাথায় তখনই ঘুরতে শুরু করে এই ছবিকে কীভাবে মিম করা যায়। যেমনটা প্রধানমন্ত্রীর একটি ছবি দেখে হল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হতাশ হয়েছেন সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেও মেঘের জন্য সূর্যগ্রহণ দেখতে না পেয়ে। ট্যুইট করে সেকথা সকলকে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর আকাশের দিকে চেয়ে সূর্যগ্রহণ দেখার ছবিও প্রকাশ করেছেন ট্যুইটারে। সেখানে কালো চশমা চোখে দিয়ে হাতে গ্রহণ দেখার চশমা নিয়ে সবুজ লনে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছেন প্রধানমন্ত্রী। গায়ে সোয়েটার ও লাল মাফলার। এই ছবি ট্যুইটারে দেখে একজন জানান এই ছবি দিয়ে দারুণ মিম হতে পারে।
প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিম! অনেকের মনে হতে পারে এটা বোধহয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী তা মনে করছেননা। বরং তিনি পাল্টা জানান সানন্দে বানাতে পারেন। আনন্দ করুন। প্রধানমন্ত্রীর এমন উত্তরের অনেকেই তারিফ করেছেন। প্রধানমন্ত্রী এমন রসবোধকে তারিফ করেছেন সকলে। যদিও ওই ছবি নিয়ে এখনও কোনও মিম সামনে আসেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা