ভারতে ক্রীড়া প্রতিভাদের তুলে আনা। ভারতের অলিম্পিকস বা এশিয়াডের মত আসর থেকে পদক আনায় জোর দেওয়ার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দিয়েছেন। এবারই সেই লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ হল। ওড়িশার বুকে শুরু হল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। কটকে এই ক্রীড়া আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের তাঁদের পারফর্মেন্সে নজর দেওয়া উচিত। কারণ বাকিটা সরকার দেখছে।
প্রধানমন্ত্রী এদিন ওড়িশার কটকে জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই ক্রীড়া আসরের উদ্বোধন করে বলেন, ওড়িশায় শনিবার এক নতুন ইতিহাস তৈরি হল। এই পদক্ষেপকে তিনি ভারতের ক্রীড়া ভবিষ্যতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেন। এই আসরে অংশ নেওয়া ক্রীড়াবিদদের তিনি উৎসাহ দিতে গিয়ে বলেন, এই প্রতিযোগিতায় তাঁরা প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে লড়ছেন না, নিজের বিরুদ্ধেও লড়াই করছেন।
১৫৯টি বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজার ৪০০ ক্রীড়াবিদ এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-এ অংশ নিচ্ছেন। ১৭টি খেলায় অংশ নিচ্ছেন তাঁরা। যারমধ্যে ৬টি রয়েছে টিম গেম। বাকিটা ব্যক্তিগত প্রতিভার ওপর দাঁড়িয়ে থাকবে। এই প্রতিযোগিতায় যেমন রয়েছে বক্সিং, অ্যাথলেটিক্স, ফেন্সিং, জুডো, সাঁতার, ভারোত্তোলন, ব্যাডমিন্টন-এর মত খেলা। তেমনই রয়েছে ফুটবল, বাস্কেটবল, হকি, ভলিবল, কাবাডির মত খেলা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা