করোনা রুখতে লকডাউন চলছে। এরমধ্যেই শুক্রবার সকাল ৯টায় দেশবাসীর জন্য তাঁর ছোট্ট বার্তা আছে বলে বৃহস্পতিবারই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই অনেক মানুষ জল্পনা শুরু করে দিয়েছিলেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরেছে সেটা হল তবে কী লকডাউনের সময়সীমা বাড়বে? যদিও এমন কিছুই এদিন বলেননি প্রধানমন্ত্রী। বরং দেশের ১৩০ কোটি মানুষ যে হাতে হাত মিলিয়ে লকডাউন মেনে করোনার বিরুদ্ধে লড়াই করছেন সেটা বুঝিয়ে দিতে এবার অভিনব উদ্যোগ নিলেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন জানান, আগামী রবিবার ৫ এপ্রিল রাত ৯টায় প্রত্যেক দেশবাসী তাঁদের বাড়ির সব আলো নিভিয়ে দেবেন। তারপর হাজির হবেন বারান্দা বা ছাদে। সেখান থেকে জ্বালাবেন মোমবাতি। মোমবাতি না থাকলে মোবাইলের টর্চও জ্বালাতে পারেন। এটা চলবে ঠিক ৯ মিনিট। এই ৯ মিনিট গোটা দেশ অন্ধকারেই থাকবে। আলো বলতে থাকবে কেবল মোমবাতি বা টর্চের আলো। অথবা পিদিমের আলো। এভাবেই সকলে একত্র হয়ে লড়াইয়ের বার্তা দেবেন তাঁরা।
প্রধানমন্ত্রী এদিন বলেন, এখনও পর্যন্ত দেশের সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে লকডাউনকে সফল করেছেন। লকডাউন চলছে। মানুষ ঘরেই আছেন। নানা প্রশ্নও মানুষের মধ্যে হয়তো দেখা দিচ্ছে। প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছেন দেশের তথাকথিত দরিদ্র শ্রেণির মানুষজন। তাঁদের পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তাও এদিন দেন তিনি।