করোনা এখন সারা বিশ্বের একমাত্র মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এর থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায় তার পথ খুঁজছেন সকলেই। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রশাসন থেকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। তবে আমেরিকা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।
চিন, ইতালি, স্পেনের পাশাপাশি করোনা ধাক্কা জর্জরিত দেশগুলির মধ্যে এখন মার্কিন মুলুকেই করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকা চাইছে যৌথভাবে করোনার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ দেশেরই এই অসময়ে শনিবার কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
ভারত ও আমেরিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে আগামী দিনে যৌথভাবে আর কী কী লড়াই গড়ে তুলতে পারে সেই নিয়ে কথা হয় ২ জনের মধ্যে। এই কথা হওয়ার বিষয়টি ট্যুইট করে পরে জানান প্রধানমন্ত্রী। তবে ঠিক কোন কোন ক্ষেত্রে কীভাবে ২ দেশ লড়ার কথা ভাবছে সে সম্বন্ধে কিছু জানাননি তিনি।
ভারত ও আমেরিকা, এখন এই ২ দেশেই লকডাউন চলছে। করোনা চেন ভাঙতে এটাই এখন একমাত্র অস্ত্র গোটা বিশ্বের সামনে। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ রুখে দিয়ে তা ছড়িয়ে পড়া আটকানো।
খুব সহজ করে বললে এটাই দাঁড়াচ্ছে। আর সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সকলেই। এছাড়া চেষ্টা চলছে করোনার ওষুধ বার করার। চেষ্টা চলছে টিকা আবিষ্কারের। সে লড়াই গবেষকরা দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা