রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ মে তৃতীয় দফার লকডাউন ওঠার আগে এই ভাষণ গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় দফার লকডাউনও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণেই ঘোষণা করেছিলেন। কিন্তু তৃতীয় দফার লকডাউন ঘোষণার সময় আর তিনি সামনে আসেননি। স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে লকডাউনের সময়সীমা বর্ধিত করে ১৭ মে করে। এরপর কী চতুর্থ দফার লকডাউন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। কারণ দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ফলে লকডাউন বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারমধ্যই গত সোমবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ঘোষণা হল। মঙ্গলবার রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। প্রথমবার লকডাউন ঘোষণার সময় রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর ২ বার সকালেই ভাষণ দেন তিনি। আবার এদিন রাতে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি কী বলেন সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ।
লকডাউন চললেও শর্তসাপেক্ষে অনেক কিছুই এরমধ্যে খুলে দিয়েছে কেন্দ্র। যাত্রী নিয়ে মঙ্গলবার থেকে ছুটছে ১৫ জোড়া এসি ট্রেনও। দেশকে জেলাভিত্তিতে ৩ ভাগে ভেঙে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। লাল, কমলা ও সবুজ অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে দেশকে। সবুজে ছাড় সবচেয়ে বেশি। কমলায় তার চেয়ে কম। লালে আরও কম। আর লালের মধ্যে যেসব এলাকা কন্টেনমেন্ট সেখানে কার্যত কোনও ছাড়ই উপভোগ করতে পারছেন না মানুষজন। ১৭-র পর কী তাহলে এভাবেই শর্ত সাপেক্ষে লকডাউন বর্ধিত হবে? নাকি ১৮ মে থেকে লকডাউন উঠে কিছু শর্তসাপেক্ষে ছন্দে ফিরবে দেশ? আজ প্রধানমন্ত্রী কী বলেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা