আকাশপথে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
শুক্রবার আকাশপথে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ঘুরে দেখবেন আম্ফান বিধ্বস্ত এলাকা। আকাশপথে পরিদর্শন করবেন তিনি। আম্ফানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুই ২৪ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই আকাশপথে পরিদর্শনে সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এই বিধ্বস্ত পরিস্থিতি ঘুরে দেখে যাওয়ার আহ্বান জানান। তারপরই প্রধানমন্ত্রীর আসার কথা জানতে পারা যায়।
প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকা আকাশপথে ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন। জানার চেষ্টা করবেন ক্ষয়ক্ষতির পরিস্থিতি। পর্যালোচনা করে দেখবেন সার্বিক অবস্থা।
এদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে এদিন একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের বৈঠকে তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলা প্রশাসনগুলিকে আম্ফানের ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানাতে বলেন।
আম্ফানের ক্ষয়ক্ষতি ঠিক কতটা তা এখনও পরিস্কার নয়। তবে মৃত্যু বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকট হচ্ছে অনেক গ্রামের নিশ্চিহ্ন পরিস্থিতি। একের পর এক নদী বাঁধ ভেঙে গেছে। অনেক জায়গায় বাঁচার জন্য গ্রামবাসী ও স্থানীয়রা মিলে বাঁধ সারানোর প্রচেষ্টা শুরু করেন বৃহস্পতিবার থেকে। জলোচ্ছ্বাসের জেরে অনেক উপকূলীয় নিচু এলাকায় জল ঢুকে গেছে। জল ঢোকায় সাহায্য করেছে জোয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা