ভারত-চিন সংঘাতের আবহে সিন্ধুর ধারে নিমু-তে প্রধানমন্ত্রী
ভারত ও চিনের মধ্যে সীমান্তে চাপা উত্তেজনার মধ্যেই এদিন লেহ-তে সেনাবাহিনীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন বাস্তব পরিস্থিতি।
নয়াদিল্লি : ভারতীয় সেনার ওপর চিনের আগ্রাসী হামলার পর কেটে গেছে ১৮ দিন। ১৮ দিন পর শুক্রবার সকালে লেহ-তে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। কোনও আগাম খবর ছাড়াই এদিন হাজির হন প্রধানমন্ত্রী। লেহ থেকে ভারতীয় সেনার ফরোয়ার্ড পোস্ট নিমু-তে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে হাজির হন প্রধানমন্ত্রী।
নিমু থেকে ভারত-চিন সীমান্ত দূরে নয়। সিন্ধু নদীর তীরে নিমু সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার কিলোমিটার ওপর অবস্থিত। কার্যত একে ঠান্ডা মরুভূমি বলা হয়। চারিদিক পাহাড়ে ঘেরা। এখানে পৌঁছনোর পর ক্যামোফ্লাজ টেন্টে বসেন প্রধানমন্ত্রী। কথা বলেন জওয়ানদের সঙ্গে। পুরো পরিস্থিতি তাঁকে বুঝিয়ে বলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ম্যাপ দেখিয়ে পরিস্কার করা হয় পরিস্থিতি।
এখানে সকালটা কাটান প্রধানমন্ত্রী। পুরো জায়গা ঘুরে দেখেন। সেনা মোতায়েন কেমন রয়েছে তাও দেখেন। চারিদিক ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা। এছাড়া সেনা হাসপাতালেও যান প্রধানমন্ত্রী। যেখানে চিনা আগ্রাসনের শিকার ভারতীয় জওয়ানরা ভর্তি রয়েছেন। তাঁদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে পাশে পাওয়া সেনার মনোবল যে বাড়িয়ে দিল সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা