৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের করোনা পরিস্থিতির পাশাপাশি অন্যান্য বিষয়েরও খোঁজ নেন তিনি।
নয়াদিল্লি : দেশে করোনা পরিস্থিতি ভয়ংকর চেহারা নিচ্ছে। এই অবস্থায় রবিবার দেশের ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের কাছে সে রাজ্যের করোনা পরিস্থিতি সম্বন্ধে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে রাজ্যের অন্য সমস্যা নিয়েও আলোচনা করেন। জানতে চান পরিস্থিতি।
যে ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী ফোন করেন তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। অসম করোনার পাশাপাশি বন্যার জলে ভাসছে। লক্ষ লক্ষ মানুষ বন্যার্ত। ৩৩টির মধ্যে ২৮টি জেলাই বন্যা কবলিত। ৭০০-র ওপর ত্রাণ শিবিরে বহু মানুষ রয়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের। সেই পরিস্থিতি সম্বন্ধেও খোঁজ নেন তিনি।
একই পরিস্থিতি বিহারের। অসমের মত অতটা ভয়ংকর অবস্থা না হলেও, সেখানেও মহানন্দা, কোশী, গণ্ডকের মত নদীগুলি ফুঁসছে। সে সম্বন্ধে বিহারের মুখ্যমন্ত্রীর কাছে খোঁজ নেন প্রধানমন্ত্রী। এদিকে এরমধ্যে দেশের যে ৪টি রাজ্যকে করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্ক করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। কিন্তু এদিন প্রধানমন্ত্রীর ফোনের তালিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেননা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা