করোনা কিন্তু চলে যায়নি, বরং একই রয়েছে, মনে করালেন প্রধানমন্ত্রী
করোনা প্রথমে যতটা ভয়ংকর ছিল এখনও ততটাই রয়েছে। করোনা চলে যায়নি। মন কি বাত-এ মনে করালেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি : করোনা বিদায় নেয়নি। বরং প্রথমে যখন করোনা তার থাবা বসাতে শুরু করে তখন যেমন ছিল এখনও তেমনই রয়েছে। তাই তার থেকে সাবধান থাকাও সমান জরুরি। মানতে হবে সব কোভিড নিয়ম। রবিবার তাঁর মন কি বাত অনুষ্ঠানে মনে করালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকে টানা মাস্ক পরতে পরতে ক্লান্ত। অনেকে কথা বলার সময় মুখ থেকে মাস্ক খুলে ফেলেন। যাঁরা মাস্কে ক্লান্ত তাঁরা তখন একবার মনে করবেন যে চিকিৎসকেরা কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ওই মাস্ক পরেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
জুলাই মাসের শেষ রবিবার ছিল এদিন। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রীর মন কি বাত। এবার ছিল তার ৬৭ তম পর্ব। এদিন প্রধানমন্ত্রী কার্গিলের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, কার্গিলে পাকিস্তান ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা করেছিল। ভারত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করা সত্ত্বেও। তিনি মনে করান কার্গিলে শত্রুরা পাহাড়ের ওপর থেকে লড়ছিল। আর ভারতীয় সেনা পাহাড়ের নিচ থেকে। ওই অবস্থাতেও ভারতীয় সেনারা তাঁদের বীরত্বের পরিচয় দেন।
১৯৯৯ সালের ২৬ জুলাইতেই ভারতীয় সেনা সেই খুশির খবর জানায় দেশকে। উদ্বেগে থাকা ভারতবাসী জানতে পারেন কার্গিল যুদ্ধ জয় করেছে ভারত। সেইদিন থেকে দিনটি কার্গিল বিজয় দিবস হিসাবে পালিত হয়। রবিবার ছিল কার্গিল বিজয় দিবসের ২১ তম বর্ষপূর্তি। সকালেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে সেনা প্রধানরা কার্গিলের বীরদের শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী তাঁর শ্রদ্ধা নিবেদন করেন তাঁর মন কি বাত অনুষ্ঠানে।