সুস্থ দীর্ঘজীবন কামনা করে উদ্ধবকে বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বার্তা পেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মুম্বই : মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন থেকে বিজেপি ও শিবসেনা সংঘাত সামনে আসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপির সবচেয়ে পুরনো সাথী শিবসেনা তাদের সঙ্গ ছাড়ে। আলাদা করে সরকার গঠন করে। তাও আবার এনসিপি ও কংগ্রেসের হাত ধরে। ফলে বিজেপি ও শিবসেনা শিবিরে একটা স্পষ্ট চিড় ধরে যায়। বিজেপি মহারাষ্ট্রে বিরোধী দল হয়ে যায়। শিবসেনা সরকার গড়ে। মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে। এবার সেই উদ্ধব ঠাকরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা।
সোমবার ৬০ বছর পূর্ণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তাঁকে এদিন শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন উদ্ধবজিকে অনেক শুভেচ্ছা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও লেখেন, জন্মদিন হল অতীতের স্মৃতিচারণার দিন। পাশাপাশি আগামী দিনে কি কি করতে হবে তা স্থির করারও দিন।
প্রধানমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শুভেচ্ছা জানিয়ে লেখেন এই দিনটা তাঁকে আগামী দিনে লক্ষ্য পূরণের সবরকম শক্তি দেবে। যাতে তিনি তাঁর রাজ্যের ও দেশের ভাল করতে পারেন। প্রধানমন্ত্রী ছাড়াও উদ্ধব ঠাকরেকে অনেকেই এদিন শুভেচ্ছা জানান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা