National

কলকাতা সহ ৩ শহরে করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশের ৩টি শহরে করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে একটি শহর কলকাতা।

নয়াদিল্লি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩টি শহরে আইসিএমআর-এর হাই থ্রুপুট করোনা পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩টি শহরের একটি কলকাতা। কলকাতা ছাড়াও অন্য ২টি শহর হল নয়ডা ও মুম্বই। এই উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীরা।

প্রধানমন্ত্রী এদিন এই আধুনিক করোনা পরীক্ষাকেন্দ্রেরে উদ্বোধন করে জানান এখানে আপাতত করোনা পরীক্ষা হলেও ভবিষ্যতে এই পরীক্ষাগারে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, ডেঙ্গি-র মত রোগেরও নমুনা পরীক্ষা করা হবে। এদিনের এই উদ্বোধনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।


প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, ভারতে পিপিই কিট তৈরিই হতনা। তা বিদেশ থেকে আনতে হত। সেখান থেকে এখন ভারত বিশ্বের মধ্যে পিপিই কিট উৎপাদনে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে। তাও মাত্র কয়েক মাসে। এছাড়া দিনে ৩ লক্ষের ওপর এন৯৫ মাস্ক ভারতেই তৈরি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button