National

অটলবিহারী বাজপেয়ীকে টপকে গেলেন প্রধানমন্ত্রী

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে টপকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়াদিল্লি : ভারতে বিজেপির উত্থানের পর পদ্ম শিবির প্রথমবার ক্ষমতায় আসে ১৯৯৬ সালে। অটলবিহারী বাজপেয়ী হন প্রধানমন্ত্রী। তবে সেই সরকার স্থায়ী হয় মাত্র ১৩ দিনের জন্য। ১৬ মে প্রধানমন্ত্রী পদে আসীন হন অটলবিহারী। আর ২৮ মে সেই সরকার পড়ে যায়। এর ২ বছর পর ফের দিল্লির মসনদে বসার সুযোগ পায় গেরুয়া শিবির। ফের সেই অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। এবার অবশ্য সরকার মাত্র ১৩ দিনের ছিলনা। ছিল তার চেয়ে বেশি দিনের। ৪০৮ দিন ক্ষমতাসীন থাকেন অটলবিহারী বাজপেয়ী।

১ বছরের কিছু বেশি সময় টিকেছিল দ্বিতীয় দফার প্রধানমন্ত্রী পদ। ১৯৯৮ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী। ১৭ এপ্রিল ১৯৯৯ সালে সেই পদভার শেষ হয়। ১৯৯৯ সালে ফের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে। ১৯৯৯ সালেরই ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী। তৃতীয় বারের জন্য। এবার সরকার ৫ বছর টেকে। ২০০৪ সালের ২২ মে পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী। মোট ১ হাজার ৮৪৭ দিন। এরপর ভোটে জিতে ক্ষমতায় ফেরে কংগ্রেস।


৩ বার প্রধানমন্ত্রী পদে আসীন হন অটলবিহারী বাজপেয়ী। সব মিলিয়ে মোট ২ হাজার ২৬৮ দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন তিনি। সেখানেই এবার তাঁকে টপকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর ১ বছর কাটতে না কাটতেই তিনি হলেন অ-কংগ্রেসি এমন এক প্রধানমন্ত্রী যিনি সবচেয়ে বেশি দিন দিল্লির মসনদে আসীন থাকলেন। এর আগে অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ী ছিলেন সর্বোচ্চ দিন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে কাটানো ব্যক্তিত্ব। তাঁর সেই রেকর্ড বৃহস্পতিবার ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন ভারতের চতুর্থ সর্বোচ্চ সময়কাল প্রধানমন্ত্রী হিসাবে কাটানো ব্যক্তিত্ব। তাঁর চেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী হিসাবে থেকেছেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। তারপর নরেন্দ্র মোদী এমন এক ব্যক্তিত্ব যিনি সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী হিসাবে রইলেন। অবশ্য তাঁর দ্বিতীয় দফার প্রধানমন্ত্রী পদ এখনও ৪ বছর থাকার কথা। ২০২৪ সালে ভারতে ফের লোকসভা নির্বাচন রয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button