মোজাম্বিক সফরে ডাল নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষর করল ভারত ও মোজাম্বিক। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ জাকিন্তো নুসির উপস্থিতিতে দুই দেশের মধ্যে ডাল সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী মোজাম্বিকের কাছ থেকে ডাল কিনবে ভারত। দেশে ডালের দাম বাড়াকে নিয়ন্ত্রণে রাখতেই ভারত এই চুক্তি সই করল বলে জানানো হয়েছে।
শেষ কয়েকমাসে ভারত জুড়ে ডালের দাম আকাশ ছুঁয়েছে। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে মুগ, মুসুরি, অড়হর বা মটর ডালের দাম। এজন্য কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়। দেশের আমজনতার সমালোচনাও হজম করতে হয় মোদী সরকারকে। সম্ভবত সে কথা মাথায় রেখেই আগামী দিনের জন্য তৈরি রইলেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে মোজাম্বিকের সুরক্ষা কর্মীদের দক্ষ করে তুলতে সাহায্য করবে ভারত। এডস সহ বিভিন্ন মারণ রোগের ওষুধও মোজাম্বিকের হাতে বিনামূল্যে তুলে দেবে তারা। এছাড়াও প্রতিরক্ষা বা বিদ্যুৎ উৎপাদনে মোজাম্বিককে সাহায্য করবে ভারত।