মন কি বাত-এ খেলনা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী
মন কি বাত-এর দিনও ভোকাল ফর লোকাল মন্ত্রের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উৎসবের সময় করোনা সতর্কতা মেনে চলার কথা মনে করিয়ে দেন।
নয়াদিল্লি : অগাস্ট মাসের শেষ রবিবার। আর মাসের শেষ রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত রেডিও অনুষ্ঠান। রবিবার প্রধানমন্ত্রীর বক্তব্যে ২টি বিষয় অন্যতম হিসাবে জায়গা পেয়েছে। একটা করোনা পরিস্থিতিতে উৎসবের মরসুম কাটানোর উপায়। আর দ্বিতীয়টি হল প্রধানমন্ত্রীর ডাক দেওয়া ভোকাল ফর লোকাল। যা তাঁর আত্মনির্ভর ভারত-এর অঙ্গ। অগাস্ট কেটে সেপ্টেম্বর পড়তে চলেছে। দেশে উৎসব শুরুর মুখে। বলা ভাল কিছু কিছু জায়গায় তা শুরুও হয়ে গেছে। মহারাষ্ট্রে গণপতি উৎসব চলছে। কিন্তু সবই খুব ছোট করে। সামনে রয়েছে একের পর এক পুজো, একের পর এক উৎসব।
প্রধানমন্ত্রী এদিন বলেন, উৎসবের সময়ে করোনা সতর্কতা ভুলে গেলে চলবে না। বরং উৎসবের মধ্যেও ২ গজের দূরত্ব ও মাস্ক ভুললে চলবে না। করোনা আটকাতে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এজন্য সকলকে আরও নিয়মানুবর্তী ও শৃঙ্খলা পরায়ণ হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী। যাতে করোনা ছড়াতে না পারে। এখানে বলা ভাল করোনায় মহারাষ্ট্রের হাল খারাপ হলেও মুম্বই ক্রমশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছিল। কিন্তু গণপতি উৎসবে মানুষের আরও বেশি করে বাইরে বার হওয়া বা উৎসবের আনন্দে মাতা হয়তো সেখানে নতুন করে করোনা ছড়াতে ইন্ধন দিচ্ছে।
প্রধানমন্ত্রী এদিন ভোকাল ফর লোকালে জোর দিয়ে বলেন সারা বিশ্বে খেলনা শিল্পের বাজার ৭ লক্ষ কোটি টাকার। যার অতিসামান্য অংশ রয়েছে ভারতের। অথচ বিশ্বের খেলনা হাব হয়ে ওঠার সব রকম সম্ভাবনা ভারতের রয়েছে। প্রধানমন্ত্রী এদিন খেলনা শিল্পে আরও মানুষজনকে এগিয়ে আসতে বলেন। এদেশে খেলনা হাব বাড়িয়ে তোলার প্রস্তাব দেন। দেশে খেলনা শিল্পকে টেনে তোলার জন্য গোটা দেশকে এগিয়ে আসতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এমন খেলনা বানাতে যাতে সৃজনশীলতারও ছাপ থাকবে।
প্রধানমন্ত্রী এদিন কুকুর পোষাতেও দেশিয় ছাপ রাখার আহ্বান জানিয়েছেন। যাঁরা বাড়িতে কুকুর পোষেন আগামী দিনে তাঁরা বিদেশি কুকুর না পুষে দেশিয় প্রজাতির কুকুর যেন পোষেন সেই আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশিয় প্রজাতির কুকুর পোষার খরচও কম। এসব কুকুর ভারতীয় আবহাওয়ার সঙ্গেও অভ্যস্তও। দেশিয় কুকুরদের প্রশিক্ষণ দিয়ে তাদের বিভিন্ন পরিস্থিতিতে কাজেও লাগাচ্ছে এনডিআরএফ বা দেশের সুরক্ষাকর্মীরা। উদ্ধার কাজ হোক বা বিপর্যয় মোকাবিলা, দেশিয় কুকুর যথেষ্ট সক্ষম এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে জানান প্রধানমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা